kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

প্রোটিয়াদের দুর্দশা

২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপেছনে হাঁটছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপে ফাফ দু প্লেসিসের দল ছিল ৭ নম্বরে। এরপর টেস্টে আরো বিবর্ণ, ভারতের মাটিতে হোয়াইটওয়াশ ৩-০ ব্যবধানে। সেই ধাক্কায় বোর্ডের শীর্ষ পদে আসেন গ্রায়েম স্মিথ। কোচিং স্টাফে স্মিথ এনেছেন সতীর্থ মার্ক বাউচার, জ্যাক ক্যালিসদের। লাভ হয়নি তবু। ইংল্যান্ডের কাছে দেশের মাঠেই সিরিজ হার ৩-১ ব্যবধানে। এ নিয়ে নিজেদের মাটিতে টানা দুটি সিরিজ হারল প্রোটিয়ারা। সবশেষ ৭০ বছর আগে এমন দুঃসময় গ্রাস করেছিল তাদের। ১৯৪৭-১৯৪৮ ও ১৯৪৯-৫০ মৌসুমে ঘরের মাঠে টানা দুই সিরিজ হেরেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে।

অধিনায়ক হিসেবে দায়টা ফাফ দু প্লেসিসের। তিনি ব্যাট হাতে যেমন ব্যর্থ, তেমনি নেতা হিসেবেও। ব্যর্থতাটা মেনে কি সরে দাঁড়াবেন দু প্লেসিস? এরই মধ্যে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়ানডের নেতৃত্ব থেকে। রাখা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া সিরিজের ১৫ সদস্যের দলেও। তবে আবেগী হয়ে টেস্ট ছাড়বেন না দু প্লেসিস, ‘আগে অনেকবার বলেছি যখন আবেগ গ্রাস করে, হতাশা থাকে তখন কোনো সিদ্ধান্ত নেব না আমি। জানি নিজের সেরাটা খেলতে পারিনি। দলও পারেনি। এখন ওয়ানডে থেকে দূরে থাকতে চাই। এরপর টি-টোয়েন্টিতে ফিরব সতেজ হয়ে।’ বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা