kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

জাতীয় স্কুল হকি

২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম ভেন্যু থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা। কাল এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম ম্যাচে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ১০-১ গোলের বড় জয় পেয়েছে ফেনীর সোনাপুর উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। সারা দেশের মোট ৯টি ভেন্যুতে ৮০টি স্কুল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। চট্টগ্রামে খেলা মাঠে গড়াল সবার আগে। মেয়র আ জ ম নাছির উদ্দীনের উপস্থিতিতে জমকালো উদ্বোধন হয়েছে আসরের। প্রধান অতিথির বক্তব্যে এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। এদিকে চট্টগ্রামে একটি হকি টার্ফ বসানোর ব্যাপারে মেয়রের সহযোগিতা চেয়েছেন ফেডারেশনের সহসভাপতি এবং স্কুল হকি কমিটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে কুমিল্লা ভেন্যুর খেলা।

মন্তব্যসাতদিনের সেরা