অ্যাডিলেড ইন্টারন্যাশনালে জয়যাত্রা চলছে আরিয়ানা সাবালেঙ্কার। ইতিমধ্যে আসরের সেমিফাইনালে পৌঁছে গেছেন বেলারুশের এই তারকা। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়ে দেন দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী সিমোনা হালেপকে। একতরফা লড়াইয়ে সরাসরি ৬-৪, ৬-২ গেমের জয়ে শেষ চারে নাম লেখান তিনি। যেখানে লড়বেন ডায়ানা ইয়াসত্রেমস্কার সঙ্গে।
মন্তব্য