kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

টপ অব দ্য ডে

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

এই মৌসুমে বুন্দেসলিগায় ধুঁকছে বায়ার্ন মিউনিখ। তারা নেমে গিয়েছিল পয়েন্টে টেবিলের সাত নম্বরেও। গত পরশু ওয়ের্ডার ব্রেমেনকে ৬-১ গোলে বিধ্বস্ত করে চারে উঠে এসেছে তারা। জয়ের নায়ক ফিলিপে কৌতিনিয়ো। হ্যাটট্রিক করেছেন তিনি। তাঁর তিন গোল ৪৫, ৬৩, ৭৮ মিনিটে। পাশাপাশি অ্যাসিস্টও ছিল দুটি।

মন্তব্যসাতদিনের সেরা