kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

হঠাৎই রদবদল

১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : টিম ডিরেক্টর হিসেবে ছিলেন প্লেয়ার্স ড্রাফটে। পরের সময়টাতেও রংপুর রেঞ্জার্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু কাল টিম স্পন্সর ঘোষণা ও জার্সি উন্মোচনের সংবাদ সম্মেলনেই কিনা অনুপস্থিত আকরাম খান! খেলোয়াড় দলবদলের মতো বঙ্গবন্ধু বিপিএলে টিম ডিরেক্টরের দলবদলও তো হয়ে গেল একরকম। রাজশাহী রয়্যালস থেকে রংপুরের টিম ডিরেক্টর এখন এনায়েত হোসেন সিরাজ।

রংপুরের স্পন্সর ‘ইনসেপ্টা’। এই প্রতিষ্ঠানেরও পরিচালক এনায়েত হোসেন সিরাজ। সে সূত্রে তিনি রংপুরে, ‘এটা ঘটনাচক্রে হয়েছে। যেহেতু আমি ইনসেপ্টার স্বত্বাধিকারী এবং আমাদের দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে—সেখানে আমার তো ভূমিকা থাকবে। আমাকে বোর্ড থেকে বলা হয়েছে, আমি এখানে চলে আসব।’ সঙ্গে যোগ করেন, ‘এখন আকরাম আমার সঙ্গে আছে; যদি সে অন্য কোথায় স্থলাভিষিক্ত না হয়, তাহলে থাকবে ।’ কিন্তু আকরাম থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেননি, ‘রংপুরের দলটি আমি গঠন করেছিলাম। এখন শেষ সময়ে  এমন সিদ্ধান্ত কেন, তা বোর্ড জানেন।’ পরিস্থিতিটা নিজের জন্য বিব্রতকর হিসেবেও দেখছেন আকরাম, ‘হ্যাঁ, বিব্রতকর কিছুটা। এখন যেহেতু বোর্ডের সিদ্ধান্ত, কী আর করার। রংপুর আমাকে ওদের সঙ্গে রাখতে চাইছে। তবে আমি এখনো সিদ্ধান্ত নিইনি।’

মন্তব্যসাতদিনের সেরা