kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

৩৮ বছরে হ্যাটট্রিক

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৩৮ বছরে হ্যাটট্রিক

লা লিগায় প্রায় সব রেকর্ডই লিওনেল মেসির। তবে গত পরশু রিয়াল বেতিসের হোয়াকিন যে কীর্তি গড়লেন সেটা ভাঙা সম্ভব নয় হয়তো বার্সেলোনার এই কিংবদন্তিরও। হোয়াকিনের হ্যাটট্রিকে অ্যাথলেতিক বিলবাওকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বেতিস। ৩৮ বছর ১৪০ দিনে হ্যাটট্রিক করে নতুন ইতিহাসই গড়েছেন এই উইঙ্গার।

স্প্যানিশ লা লিগা তো বটেই ইউরোপের মর্যাদার পাঁচ লিগে এত বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড নেই আর কারো। জার্মান বুন্দেস লিগায় ক্লাউদিও পিজারো ৩৭ বছর ১৫১ দিনে তিন গোল করে এত দিন শীর্ষে ছিলেন এই তালিকায়। ৩২ বছর বয়সের মেসিকে ঘিরে এখনই আলোচনা চলছে আর কত দিন থাকবেন স্পেনে। লা লিগায় গোলের চূড়ায় থাকলেও বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডটা নিজের করার সম্ভাবনা তাই কম মেসির। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকেই ইতিহাস গড়ায় ভীষণ খুশি ৩৮ বছরের হোয়াকিন, ‘এটা আমার জীবনের প্রথম হ্যাটট্রিক, মনে হয় না আর করতে পারব এমন কিছু। আমি গোল স্কোরার নই। অ্যাথলেতিকোর মতো দৃঢ় রক্ষণভাগের বিপক্ষে তিন গোল করে সত্যি গর্বিত। আমার বয়সের কথা ভাবলে সহজ নয় কাজটা।’

লা লিগার অপর ম্যাচে লেগানেস ৩-২ গোলে সেল্তা ভিগোকে আর গেতাফে ১-০ গোলে হারিয়েছে এইবারকে। ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেভিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে লিস্টার সিটি। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা আট ম্যাচ জিতল লিস্টার, যা তাদের ক্লাব ক্যারিয়ারে সর্বোচ্চ। জোড়া গোল করেছেন জেমি ভার্ডি, তিনিও গোলের দেখা পেলেন টানা আট ম্যাচে।

এ ছাড়া নিউক্যাসল ২-১ গোলে সাউদাম্পটনকে ও শেফিল্ড ২-১ গোলে হারিয়েছে নরউইচকে। ১৬ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৪৬, লিস্টারের ৩৮, ম্যানসিটির ৩২ ও চেলসির ২৯। ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি এবারও আছে শিরোপাদৌড়ে। তাই ম্যানেজার ব্রেন্ডন রজার্সের সন্তুষ্টি, ‘কেউ আশা করেনি এত দূর পৌঁছব আমরা। এখনো লিস্টারের সুযোগ আছে লিভারপুলকে চ্যালেঞ্জ জানানোর, দলের পারফরম্যান্সে খুশি আমি।’ বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা