kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

নেপালের কাছে হেরে সোনার আশা শেষ ফুটবলে

৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনেপালের কাছে হেরে সোনার আশা শেষ ফুটবলে

ক্রীড়া প্রতিবেদক : তীরন্দাজি, কুংফু কারাতের মতো অপ্রচলিত খেলায় সাফল্য ঠিকই আসছে হিমালয়ের কোল থেকে। কিন্তু ফুটবল ও ক্রিকেট, দেশের প্রধান দুটি খেলায় এসএ গেমসের মতো আসরেও অবস্থা সুবিধার নয় বাংলাদেশের। কাল নেপালের কাছে ১-০ গোলে হেরে এসএ গেমসের পুরুষদের ফুটবল ইভেন্টে সোনা জয়ের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে কাতার ও ভারতের বিপক্ষে যে লড়াকু বাংলাদেশ দলকে দেখা গিয়েছিল, তারাই নেপালের সঙ্গে গা-জোয়ারি এলোমেলো ফুটবল খেলতে গিয়ে হেরেছেন। জিতলে মোটা অর্থ পুরস্কারের হাতছানিও ছিল জামাল ভূঁইয়াদের সামনে। কিন্তু ঘোষিত ৪০ হাজার ডলার জলে গেছে, পদক না জিতে খালি হাতেই দেশে ফিরতে হতে পারে তাঁদের।

কাল নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে পারলেই ফুটবলারদের জন্য ৪০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছিল সোনা জিতলে আরো বড় পুরস্কারের প্রতিশ্রুতি। কিন্তু জেমি ডে’র শিষ্যদের অনুপ্রাণিত করতে পারেনি এই ঘোষণাও। ভুটান আগেই জায়গা করে নিয়েছিল ফাইনালে, নেপাল-বাংলাদেশ ম্যাচটি ছিল অলিখিত সেমিফাইনাল। নেপাল ড্র করলেও ফাইনালে উঠে যেত, বাংলাদেশের জিততেই হতো। এমন পরিস্থিতিতে ম্যাচের ১১ মিনিটে সুনীল বলের গোলে এগিয়ে যায় নেপাল। বল নিজেই কাটিয়ে গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ গোলরক্ষকের আয়ত্তের বাইরে বল পাঠান। ম্যাচের শেষ সময়ে দুই দলের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে ফাউলকে কেন্দ্র করে। লাল কার্ড দেখেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ১৯৯৯ সালে কাঠমাণ্ডু সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছিল নেপাল। তারাই এবার নিজেদের মাঠে বাংলাদেশকে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে, আগামীকাল তাদের প্রতিপক্ষ ভুটান।

মন্তব্যসাতদিনের সেরা