kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

বুমরাহ ‘শিশু’

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওয়ানডের বোলার র‌্যাংকিংয়ের শীর্ষ নামটা বুমরাহরই। তবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক বুমরাহকেই নামিয়ে এনেছেন ‘শিশু’র কাতারে! পাকিস্তানের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, বুমরাহকে খেলতে নাকি কোনো সমস্যাই হতো না তাঁর, ‘আমার সময়ে বিশ্বমানের সব বোলারদের বল খেলার পর বুমরাহর মতো বোলারের বল খেলতে আমার কোনো সমস্যাই হওয়ার কথা নয়। বরং ও চাপে থাকত।’ এভাবেই বুমরাহর বোলিংকে সাধারণ মানে নামিয়ে এনেছেন রাজ্জাক, ‘আমি ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রার মতো গ্রেট বোলারদের বিপক্ষে খেলেছি। তাই বুমরাহ আমার কাছে বাচ্চা বোলার, আমি সহজেই তার ওপর চড়াও হতে পারতাম।’ টিওআই

মন্তব্যসাতদিনের সেরা