kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

সিরিজ জিতল নিউজিল্যান্ড

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৃষ্টির শঙ্কা ছিল শুরু থেকে। হয়েছেও তাই। হ্যামিল্টন টেস্টের শেষ দিনের শেষ দুই সেশন ভেসে গেছে বৃষ্টিতে। নিউজিল্যান্ড ততক্ষণে করেছিল ২ উইকেটে ২৪১। আগের দিন তারা শেষ করে ২ উইকেটে ৯৬ রানে। ম্যাচ জিততে সকালের সেশনে বিশেষ কিছু করতে হতো ইংলিশ বোলারদের। কিন্তু যাচ্ছেতাই ফিল্ডিংয়ে হয়নি সেটা। এক কেন উইলিয়ামসনই জীবন পান তিনবার! তাতে কিউই অধিনায়ক অপরাজিত ছিলেন ১০৪ রানে। সেঞ্চুরি করেছিলেন রস টেলরও। বৃষ্টিতে বাকি দুই সেশনের প্রায় পুরোটা ভেসে যাওয়া ম্যাচ হয়ে যায় ড্র আর কিউইরা সিরিজ জেতে ১-০ ব্যবধানে।

এই সিরিজ হারে ইংল্যান্ডের জন্য টেস্টে বছরটা শেষ হলো হতাশায়। ১৯৯৯ সালের পর এ বছরই প্রথম কোনো টেস্ট সিরিজে জেতেনি তারা। তাদের পরের চার টেস্টের সিরিজ শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬ ডিসেম্বর থেকে। ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা