kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

০ রানে ৬ উইকেট

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবল করেছেন ১৩টি। ২ মেডেন। রান খরচ হয়নি একটিও। নিয়েছেন ৬ উইকেট! এসএ গেমসে নারীদের ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে নেপালের অঞ্জলি চাঁদ গতকাল করেছেন এই কীর্তি। তাঁর বোলিং ফিগার ২.১-২-০-৬। শেষ তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকও করেছেন মিডিয়াম পেসার অঞ্জলি। তাতে পুড়ে ছাই মালদ্বীপ অল আউট ১৬ রানে। টি-টোয়েন্টিতে এ আর এমন কী? স্বাগতিক নেপালের মেয়েরা ম্যাচটি জিতেছে ৫ বলেই। ক্রিকইনফো

মন্তব্য