kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ফুটবলের নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ১৮ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে। এরপর জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ শেষে শুরু হবে প্রিমিয়ার লিগ।

গতকাল পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী নতুন মৌসুমের সূচি ঘোষণা করেছেন, ‘ফেডারেশন কাপ শুরু হবে ১৮ ডিসেম্বর। এরপর জানুয়ারির মাঝামাঝি সময়টা রেখেছি বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য। জানুয়ারির শেষ সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা আছে আমাদের।’ তিন সপ্তাহে ফেডারেশন কাপ শেষ করে বাফুফে চাইছে জানুয়ারির মাঝামাঝি সময়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করতে। এর পরই হবে প্রিমিয়ার ফুটবল লিগ, যা গেলবার প্রথমবারের মতো হয়েছিল ছয় ভেন্যুতে। এবার ভেন্যুর সংখ্যা একই থাকছে, শুধু নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামের জায়গায় ঢুকছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। আরো তিনটি ভেন্যু আছে তাদের আলোচনায়, উপযোগী মনে হলে নরসিংদী, মানিকগঞ্জ ও কুমিল্লার মধ্য থেকে এক-দুটি ভেন্যু যোগ হতে পারে। কারণ এবার দ্রুত লিগ শেষ করার লক্ষ্য আছে ফেডারেশনের।

সিনিয়র ডিভিশন ফুটবলের সেরা দুই দলের চ্যাম্পিয়নশিপ লিগের খেলার সুযোগ আছে। সে ক্ষেত্রে অবশ্য প্রথম বিভাগের চ্যাম্পিয়ন-রানার্স আপ দলকে বাফুফের দেওয়া অবকাঠামোগত শর্তগুলো পূরণ করতে হবে। এ ছাড়া চ্যাম্পিয়নশিপ লিগে সরাসরি খেলার সুযোগও উন্মুক্ত করে রেখেছে লিগ কমিটি।

মন্তব্যসাতদিনের সেরা