kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

দিবারাত্রির টেস্ট

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিবারাত্রির টেস্ট

♦    ভারত-বাংলাদেশ আজই প্রথম খেলছে দিবারাত্রির টেস্ট।

♦    ২০১৫ সালে গোলাপি বলে প্রথম দিবারাত্রির টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অ্যাডিলেডের টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৩ উইকেটে।

♦    এ পর্যন্ত হয়েছে ১১টি টেস্ট। ড্র হয়নি কোনো ম্যাচ।

♦    দিবারাত্রির টেস্টে সবচেয়ে সফল অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের জিতেছে প্রতিটিতে। ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্ট খেলে হেরেছে সবগুলো।

♦    গোলাপি বলে সবচেয়ে বেশি ৪৫৬ রান পাকিস্তানের আজহার আলীর। ট্রিপল সেঞ্চুরিও আছে তাঁর।

♦    সবচেয়ে বেশি ২৬ উইকেট অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের।

♦    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ৩ উইকেটে ৫৭৯ রান দিবারাত্রির টেস্টের সর্বোচ্চ স্কোর।

♦    নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাত্র ৫৮ রানে গুটিয়ে যাওয়াটা সর্বনিম্ন ইনিংস।

মন্তব্যসাতদিনের সেরা