kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

যা ঘটবে ইডেনে

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযা ঘটবে ইডেনে

গোলাপি বলের টেস্টের আবহে আসলে চলছে ‘দ্য গ্রেট গাঙ্গুলি শো’। বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে সৌরভ গাঙ্গুলি নিজের শহরে প্রথমবার আয়োজিত টেস্ট ম্যাচে তাক লাগানো সব ব্যাপার ঘটাতে চলেছেন। ডেকে এনেছেন সাবেক প্রতিপক্ষ ও সতীর্থদের। আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থাকবেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সকাল সাড়ে ১০টায় সৌরভ গাঙ্গুলি বিমানবন্দরে যাবেন শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে। দুপুর ১টা থেকে শুরু হবে দিনের খেলা। এর আগে, খেলার আরম্ভধ্বনি হিসেবে ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা। দিনের প্রথম সেশন হবে দুপুর ১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এরপর ৪০ মিনিটের বিরতি। দ্বিতীয় সেশন ৩-৪০ থেকে ৫-৪০ পর্যন্ত, এরপর ২০ মিনিটের নৈশভোজের বিরতি। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে তৃতীয় সেশনের খেলা। বিরতির সময়ও থাকছে নানা আয়োজন। একটি বিরতিতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিশেষ টক শোতে অংশ নেবেন শচীন টেন্ডুলকার। আরেকটি বিরতিতে অন্য খেলার তারকাদের সঙ্গে সাবেক অধিনায়কদের গলফকার্টে করে ঘোরানো হবে মাঠে। খেলা শেষে সংগীত পরিবেশন করবেন দুই বাংলার দুই জনপ্রিয় শিল্পী, রুনা লায়লা ও জিৎ গাঙ্গুলি। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্মাননা জানানো হবে বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচে অংশ নেওয়া ক্রিকেটারদের। এ ছাড়া আছে সেনা বাদকদলের পরিবেশনা, ডিসপ্লেসহ নানা আয়োজন।

মন্তব্যসাতদিনের সেরা