kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জানুয়ারি ২০২০। ১৬ মাঘ ১৪২৬। ৪ জমাদিউস সানি ১৪৪১     

সৌরভ স্পেশাল

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌরভ স্পেশাল

বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচকে ঘিরে এমন উন্মাতাল পরিস্থিতির সৃষ্টি হয়নি কখনো। আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্টের আগে সে হাওয়া গায়ে লাগছে বাংলাদেশ দলেরও। এর মূল রূপকার বাংলাদেশের টেস্ট অভিষেকে প্রতিপক্ষ দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, যিনি এখন ভারতীয় বোর্ডেরও কর্তা। বিসিসিআই সভাপতি পদে তাঁর ‘টেস্ট অভিষেক’ হচ্ছে আরেক নতুনত্ব দিয়ে, খেলা গড়াবে কৃত্রিম আলোয়, গোলাপি বলে। তাতে উপমহাদেশে প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচেরও মাস্টারমাইন্ড হয়ে থাকবেন সৌরভ।

ছবি : এএফপি

মন্তব্যসাতদিনের সেরা