kalerkantho

বৃহস্পতিবার । ৭ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

ফ্লপ অব দ্য ডে

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

অঘটনের শিকার হয়ে ডেভিস কাপে জাপানের ইয়োশিহিতো নিশিওকার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন গায়েল মনফিলস। র‌্যাংকিংয়ে ৭৩ নম্বরে থাকা নিশিওকার সঙ্গে তেমন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি এই ফরাসি তারকা। এককের লড়াইয়ে হেরে যান ৫-৭, ২-৬ গেমে। তবে জো উইলফ্রাইড সঙ্গা এককে এবং ডাবলসের জয়ে ফ্রান্স জেতে ২-১ ব্যবধানে।

মন্তব্যসাতদিনের সেরা