kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

হৃদয়ের টানা তৃতীয় সেঞ্চুরি

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ব্যাটে বসন্ত চলছে তৌহিদ হৃদয়ের। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টানা তৃতীয় সেঞ্চুরি করলেন এই তরুণ। গতকাল সিরিজের শেষ ম্যাচে হৃদয়ের ১১১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশের যুবারা থামে ৭ উইকেটে ২৮৩ রানে। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২৩৩-এ। ৫০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ বাংলাদেশ নিশ্চিত করল ৪-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এত দিন সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি ছিল এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়ের। এই সিরিজের টানা তিন সেঞ্চুরিতে তাঁদের ছাড়িয়ে হৃদয়ের তিন অঙ্কের ইনিংস এখন পাঁচটি।

গতকাল চট্টগ্রামে শুরুতে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয় ১০২ বলে তিন বাউন্ডারি আর পাঁচ ছক্কায় খেলেছিলেন ১১১ রানের ইনিংস। শেষ ওভারে বোল্ড হন ম্যাচসেরা হৃদয়। এ ছাড়া প্রান্তিক নওসের নাবিল ৬৫ ও পারভেজ হোসেন ইমন করেন ৩৮। শেষ দিকে অভিষেক দাসের ১২ বলে ২৪ রানের ইনিংসটিও ছিল কার্যকর। জবাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৪৪.৪ ওভারে অল আউট ২৩৩ রানে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শাহিন আলম ও হাসান মোরাদের। লঙ্কান যুবাদের মধ্যে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস রাভিন্দু রাসান্থার।

মন্তব্যসাতদিনের সেরা