kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

চ্যাম্পিয়ন সিতসিপাস

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরজার ফেদেরারকে দেখে টেনিসের প্রেমে পড়া স্তেফানোস সিতসিপাসের। সেই ফেদেরারকে এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের পর হারিয়েছিলেন এটিপি ট্যুর ফাইনালসের শেষ চারেও। স্বপ্নের নায়ককে হারানোর পর জিতেছেন স্বপ্নের শিরোপাটা। গত পরশু ফাইনালে ডমিনিক থিয়েমকে ২১ বছর বয়সী এই গ্রিক তরুণ হারান ৬-৭, ৬-২, ৭-৬ গেমে। ২০০১ সালে লেইটন হিউইটের পর সবচেয়ে কম বয়সে বছর শেষের মর্যাদার শিরোপাটা জিতলেন সিতসিপাস। তাঁর ক্যারিয়ারেরও সবচেয়ে মর্যাদার ট্রফি এটা। তাই খুশিতে ভাসছেন সিতসিপাস, ‘ম্যাচে অনেক ওঠানামা ছিল। শেষ সেটটাও গেছে টাইব্রেকারে। থিয়েম আমার হিটিং পার্টনার। ওকে হারিয়ে মর্যাদার শিরোপাটা জেতায় ভীষণ খুশি আমি।’ বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা