kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

ফ্লপ অব দ্য ডে

১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

টেনিসের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা গ্র্যান্ড স্লাম রাফায়েল নাদালের। সেই তিনিই এখনো জিততে পারেননি মর্যাদার এটিপি ফাইনালস। এবারও শুরুটা হয়েছে যাচ্ছেতাই। লন্ডনের ওটু অ্যারেনায় হেরে গেছেন আলেকজান্দার জারেভের কাছে। বর্তমান চ্যাম্পিয়ন এই জার্মান দাপটেই জিতেছেন ৬-২, ৬-৪ গেমে। চোট নিয়ে খেলতে আসা নাদাল কখনোই ছিলেন চেনা ছন্দে।

মন্তব্যসাতদিনের সেরা