kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

আবারও যেতে পারেন মোসাদ্দেক

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : রাজকোট থেকে প্রথম টেস্টের ভেন্যু ইন্দোরে ছুটেছে বাংলাদেশ। শুধু টি-টোয়েন্টি স্কোয়াডে থাকারা ধরেছেন দেশে ফেরার বিমান। তাতে নাঈম শেখ, আমিনুল ইসলামদের সঙ্গী টেস্ট স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেনও। মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরছেন এই ব্যাটসম্যান।

কাল বাদে পরশু থেকেই শুরু ভারতের বিপক্ষে প্রথম টেস্ট। তাতে মোসাদ্দেকের বিকল্প হিসেবে কাউকে পাঠানো হবে না বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার, ‘শুনেছি ওর মা অসুস্থ। তিনি সুস্থ হয়ে উঠলে মোসাদ্দেক ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবে। সেটি না হলেও আমরা বিকল্প হিসেবে কাউকে পাঠাচ্ছি না।’

মন্তব্যসাতদিনের সেরা