ফেড কাপ ফাইনালে এগিয়েই ছিল ফ্রান্স। তবে এককে ক্যারোলিন গার্সিয়ার ব্যর্থতায় ১-১ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। গতকাল পার্থে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গার্সিয়াকে বিধ্বস্তই করেছেন র্যাংকিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। ২০১৭ ফ্রেঞ্চ ওপেন কোয়ার্টার ফাইনাল খেলা গার্সিয়া হেরেছেন ০-৬, ০-৬ গেমে।
মন্তব্য