kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

অবসাদ ছুটিতে ম্যাডিসনও

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবসাদ ছুটিতে ম্যাডিসনও

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে হঠাৎ সরে দাঁড়িয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কারণ হিসেবে এই অস্ট্রেলিয়ান জানান মানসিক অবসাদের কথা। সেই রেশ কাটতে না কাটতে এবার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থেকে সরে দাঁড়ালেন আরেক অস্ট্রেলিয়ান, নিক ম্যাডিসন। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট ও ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন ২৭ বছর বয়সী এই তরুণ। অস্ট্রেলিয়ান ‘এ’ দলের হয়ে পার্থে কাল থেকে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচটা হতে পারত তাঁর টেস্টে ফেরার মঞ্চও। কিন্তু মানসিক সমস্যায় ভুগছেন জানিয়ে গতকাল সেই ম্যাচটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। পিটিআইহ

মন্তব্যসাতদিনের সেরা