kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

কারাতেতে ৪টি সোনা

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ঢাকায় দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতেছে বাংলাদেশ। একটি দলগত কাতা ও তিনটি কুমিতে ইভেন্টে এই সোনা জিতেছে স্বাগতিকরা। জুনিয়র পুরুষ দলগত কাতায় সোনা জিতেছেন বিজয়, প্রশান্ত ও রাব্বি। এই ইভেন্টে রুপা জিতেছে ভারত। এ ছাড়া অনূর্ধ্ব-২১ গ্রুপে কুমিতের ৫০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন আসিফ আলী। অন্য দুটি সোনা ক্যাডেট গ্রুপে। মেয়েদের ৪৫ কেজি ওজন শ্রেণিতে জিতেছেন সূচনা ও ছেলেদের ৫৭ কেজি ওজন শ্রেণিতে মনিরুল ইসলাম। কাতা ইভেন্টে একমাত্র সাফল্য পুরুষ দলগততেই।

মন্তব্য