kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

মালদ্বীপের নিজাম সাইফের কোচ

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : উয়েফা লাইসেন্সধারী কোচের ওপর আস্থা রেখে কয়েকবার হোঁচট খেয়ে সাইফ স্পোর্টিং এবার নিজেদের ফুটবল বুদ্ধির ওপরই ভরসা রেখেছে। ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী নিজেই খেলোয়াড় পছন্দ করে দল গুছিয়েছেন এবং দেখেশুনে এনেছেন বিদেশি ফুটবলার। এমনকি ইউরোপের সেসব হাই-প্রফাইল কোচ বাদ দিয়ে নতুন মৌসুমের জন্য এনেছেন মালদ্বীপের ‘সফল’ কোচ মোহাম্মদ নিজামকে।

গতকাল মালদ্বীপের এই কোচের সঙ্গে চুক্তি করেছে সাইফ স্পোর্টিং। ১০ বছর খেলোয়াড়ি জীবন শেষ করা নিজামের কোচিং ক্যারিয়ার হয়ে গেছে ১৭ বছরের।  মালদ্বীপ প্রিমিয়ার লিগের শিরোপাও আছে তাঁর। গত দুই মৌসুমে জিতেছেন দেশের সেরা কোচের স্বীকৃতি। সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, ‘ইউরোপিয়ান কোচরা এসে দেখতে-বুঝতেই অনেক সময় নিয়ে নেন। নিজামের ট্র্যাক রেকর্ড খুব ভালো মনে হয়েছে, তাই এই অঞ্চলের একজন কোচের হাতে দলের দায়িত্ব দিয়েছি। তা ছাড়া বিদেশি খেলোয়াড় নির্বাচনের দায়িত্বটা কোচদের ওপর ছেড়ে দিয়ে আমার খুব বাজে অভিজ্ঞতা হয়েছে। তারা এমন সব খেলোয়াড় নিয়ে আসেন যারা দৌড়াবে কী, ঠিকমতো দাঁড়াতেই পারে না। এ রকম সাত ফুটবলারকে আমি তাড়িয়েছি গত মাসে। তাই কোচের ওপর ভরসা বাদ দিয়ে এবার নিজেরাই পছন্দ করে বিদেশি এনেছি।’

মন্তব্যসাতদিনের সেরা