kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

যুবাদের জর্দান পরীক্ষা

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : প্রথমার্ধের শেষ মুহূর্তে এক গোল, দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আরো দুটি—মাঝখানের সময়ে বাংলাদেশ দলের লড়াই তাই অর্থহীন হয়ে গেছে বাহরাইনের বিপক্ষে এই ৩-০ গোলের হারে। ব্রিটিশ কোচ অ্যান্ড্রু পিটার টার্নারও হতাশ ম্যাচের এই ফলে, ‘সত্যি আমি হতাশ। এই ব্যবধানে হার মোটেও আমাদের প্রাপ্য না। দুই অর্ধেই আমরা লড়াই করেছি। কিন্তু শেষ সময়ে মনোযোগ হারানোর খেসারত দিতে হয়েছে।’ বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের সমীকরণ তাই আরো কঠিন হয়ে গেল। মূল পর্বের আশা বাঁচিয়ে রাখতে আজ জর্দানকে হারাতেই হবে। ফিফা র‍্যাংকিংয়ে জর্দান বাহরাইনের চেয়েও এগিয়ে, ৯৮তম। তাদের বিপক্ষে বাংলাদেশ দলের লড়াইটা অসমই হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না সেটাও বড় ব্যাপার। সিনিয়র জাতীয় দল কি অনূর্ধ্ব-১৯, লাল-সবুজ প্রতিরোধ গড়ছে। টার্নার পরশুর ম্যাচটিকে অভিজ্ঞতা হিসেবে নিয়েই আজ জর্দানের বিপক্ষে দলকে খেলাতে চাইছেন, ‘বাহরাইনের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত আমাদের জন্য ইতিবাচক। জর্দানের বিপক্ষে একই ভুল আমরা করতে চাই না।’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে আজ বাহরাইন-ভুটান।

 

মন্তব্যসাতদিনের সেরা