kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

এবার ‘মিস্টার ক্রিকেট’

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার ‘মিস্টার ক্রিকেট’

পুরনো সতীর্থদের কাজে লাগাতে ভালোবাসেন জাস্টিন ল্যাঙ্গার। ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং উপদেষ্টা হিসেবে রিকি পন্টিংকে এনেছিলেন তিনি। ল্যাঙ্গারের অনুরোধে গত অ্যাশেজজুড়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সঙ্গে ছিলেন স্টিভ ওয়াহ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আনা হয়েছে ‘মিস্টার ক্রিকেট’ নামে পরিচিত মাইক হাসিকে। আপাতত পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মেন্টর হিসেবে কাজ করবেন হাসি। তাঁর পাশাপাশি ল্যাঙ্গার এই দুই সিরিজে বোলিং কোচ হিসেবে ডেকেছেন সাবেক ডানহাতি ফাস্ট বোলার রায়ান হ্যারিসকে। হাসি ও হ্যারিস রাজি হওয়ায় খুশি ল্যাঙ্গারও, ‘পন্টিং, ওয়াহর উপস্থিতি দারুণ ছিল। এবার যোগ দিচ্ছে আরো দুজন। সবার আলাদা অভিজ্ঞতা বেশ কাজে দিচ্ছে আমাদের জন্য।’ সিএ

মন্তব্য