kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

বাংলাদেশের বিপক্ষে নেই কোহলি!

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সম্ভবত খেলবেন না বিরাট কোহলি। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যদিও হয়নি, তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দলের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজে অন্য কেউ নেতৃত্ব দেবেন ভারতকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্য ফিরবেন ভারতের নিয়মিত অধিনায়ক।

আইপিএল, বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজসহ গত বছরের অক্টোবর থেকে ভারতের খেলা ৫৬ ম্যাচের ৪৮টিই খেলেছেন তিনি। সব শেষ তিনি জাতীয় দল থেকে বিশ্রাম নেন এ বছরের জানুয়ারিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ওয়ানডের পাশাপাশি খেলেননি টি-টোয়েন্টি সিরিজেও। সামনে ভারতের ব্যস্ত ক্রিকেটসূচি থাকায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে কোহলিকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান রাঁচি টেস্টের পর। টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা