kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

আনুষ্ঠানিকতার ম্যাচেও উত্তাপ

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআনুষ্ঠানিকতার ম্যাচেও উত্তাপ

ভারত সফরে বেহাল দক্ষিণ আফ্রিকা। তিন টেস্টের সিরিজে অসহায় আত্মসমর্পণ রীতিমতো। বিশাখাপত্তমের পর পুনেতেও হেরেছে যাচ্ছেতাইভাবে। ভারত ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় রাঁচিতে আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টটা হতে পারত আনুষ্ঠানিকতা। কিন্তু সেখানেও লড়াইয়ের আগুনে ঝাঁজ। কারণ আইসিসির নতুন চালু করা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তিন টেস্টের এই সিরিজে প্রতিটা ম্যাচ জয়ের পয়েন্ট ৪০। মূল্যবান সেই ৪০ পয়েন্টের জন্যই ঝাঁপাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

চার টেস্ট শেষে ভারতের পয়েন্ট ২০০। বিরাট কোহলিরাই শীর্ষে। দুইয়ে থাকা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার চেয়ে তারা এগিয়ে ১৪০ পয়েন্টে। রাঁচিতে জিতলে ২৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরো সুসংহত হবে ভারতের। আর সিরিজ হারা প্রোটিয়ারা দুই টেস্ট খেলে এখনো পায়নি পয়েন্টের দেখা। টেস্ট বিশ্বকাপে টিকে থাকতে তাদের যে ৪০ পয়েন্ট জরুরি তা ভালোই জানা অধিনায়ক ফাফ দু প্লেসিসের, ‘নিয়মরক্ষার টেস্ট বলে কোনো কথা নেই এখন। খুবই গুরুত্বপূর্ণ হবে ৪০টা পয়েন্ট। এ জন্য আমাদের প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে হবে। কেউ ৬০ রান করে টেস্ট জেতাতে পারবে না, ব্যাটসম্যানদের তাই বড় ইনিংস দরকার।’

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে দুই অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ককে পেছনে ফেলার হাতছানি। এই ম্যাচে রান পেলে স্টিভেন স্মিথকে পেছনে ফেলে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হবেন তিনি। আর সেঞ্চুরি পেলে পেছনে ফেলবেন রিকি পন্টিংকে।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে দুই অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ককে পেছনে ফেলার হাতছানি। এই ম্যাচে রান পেলে স্টিভেন স্মিথকে পেছনে ফেলে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হবেন তিনি। আর সেঞ্চুরি পেলে পেছনে ফেলবেন রিকি পন্টিংকে। অধিনায়ক হিসেবে পন্টিং ও কোহলির সমান টেস্ট সেঞ্চুরি ১৯টি। মহেন্দ্র সিং ধোনির শহরে ২০-এর প্রত্যাশায় কোহলি। ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা