kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

ফ্লপ অব দ্য ডে

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

স্টকহোম ওপেনের এবারের আসরে শীর্ষ বাছাই হিসেবে খেলছিলেন ফাবিও ফগনিনি। সেই তিনি অবাছাই ইয়াংকো তিপসারেভিচের বিপক্ষে হেরে বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। সার্বিয়ান প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে একেবারে খড়কুটোর মতো উড়ে গেছেন এই ইতালিয়ান। একতরফা লড়াইয়ে ফগনিনিকে ৬-১, ৬-১ গেমে হারিয়ে দেন ইয়াংকো তিপসারেভিচ।

মন্তব্যসাতদিনের সেরা