kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

নেতৃত্ব হারালেন সরফরাজ

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনেতৃত্ব হারালেন সরফরাজ

বোলাররা মার খাচ্ছেন আর উইকেটের পেছনে হতাশায় হাই তুলছেন সরফরাজ আহমেদ! বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের সময় ভাইরাল হয়ে পড়ে ছবিটা। প্রশ্ন ওঠে সরফরাজের সামনে থেকে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ব্যর্থতা নিয়ে। নতুন কোচ মিসবাহ উল হক এসেও অধিনায়ক হিসেবে চাইছিলেন না সরফরাজকে। মিসবাহর চাওয়া আর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার জন্য গতকাল নেতৃত্ব থেকে সরিয়েই দেওয়া হলো সরফরাজকে। পিসিবি এক বিবৃতিতে টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক থেকে সরফরাজকে সরিয়ে দেওয়াটা নিশ্চিত করেছে। এমনকি এই দুই ফরম্যাটের দলেও নেই তিনি। তবে ওয়ানডের নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত হয়নি। কারণ পাকিস্তান পরের ওয়ানডে খেলবে আগামী বছর জুলাইয়ে। নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আজহার আলী। আর টি-টোয়েন্টির নেতৃত্ব দেবেন বাবর আজম। ২০১৬ সালে আজহারের বদলেই সাদা বলের নেতৃত্বে আসেন সরফরাজ। সেই সরফরাজের জায়গায় এবার লাল বলের অধিনায়ক আজহার। নিয়তি একেই বলে। পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা