kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীকে সৌরভের আমন্ত্রণ এবং...

১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ইডেন টেস্ট দিয়ে ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে’ পা রাখতে চলেছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই ম্যাচের গ্যালারিতে দেখা যেতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আনুষ্ঠানিকভাবে বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসার আগেই নাকি ২২ নভেম্বর শুরু হতে যাওয়া ভারত-বাংলাদেশ টেস্ট উপভোগ করতে দুই দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন সৌরভ। অবশ্য এখনো সিএবি প্রেসিডেন্ট থাকায় সেটা করতেই পারেন সৌরভ। গতকাল আইএএনএস, আনন্দবাজারসহ ভারতীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে এমন খবর।

আইএএনএস এরই মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে জানিয়ে লিখেছে, ‘এরই মধ্যে ম্যাচটি দেখার আমন্ত্রণপত্র দুই দেশের প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন সৌরভ গাঙ্গুলি।’ তবে এখনও আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেনি বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান,‘ আমার সঙ্গে সৌরভ গাঙ্গুলির কথা হয়েছিল। সে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিবে। কিন্তু দাওয়াত এসেছে বা উনার কাছে পৌঁছেছে এ রকম কোন খবর আমি পাইনি।’

এদিকে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আবারও চালু হবে কি না এ নিয়ে সৌরভ বলেন, ‘এই প্রশ্ন মোদিজি ও পাক প্রধানমন্ত্রীকে করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সরকারের অনুমতি লাগবে, এ জন্য আমাদের কাছে এর কোনো জবাব নেই।’

মন্তব্যসাতদিনের সেরা