kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

৭ দিনের বিশ্রাম তামিমের

১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৭ দিনের বিশ্রাম তামিমের

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে কাল ফতুল্লায় চলেও গিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু আগের দিন থেকেই ডান পাঁজরে চোট অনুভব করতে থাকায় ফিরে আসেন ঢাকায়। স্ক্যান করানোর পর সেখানে ‘মাসল টিয়ার’ও ধরা পড়ে। যে কারণে তাঁকে সাত দিনের বিশ্রাম দেওয়া হয়েছে বলে এই বাঁহাতি ওপেনার জানিয়েছেন নিজেই। যদিও চোট পেয়েছেন গত মঙ্গলবার, ‘অনুশীলনে অনেক পুল খেলেছি সেদিন। এর মধ্যে হঠাৎ একটু চোট অনুভব করলাম। তবে পরদিনও সমস্যা হয়নি। প্রচুর ব্যাটিংও করেছি। কিন্তু বাসায় যাওয়ার পর থেকেই ব্যথা শুরু হয়।’ তাই বরিশালের বিপক্ষে চট্টগ্রামের হয়ে দ্বিতীয় রাউন্ডে নামা হয়নি তাঁর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘খুব সিরিয়াস কিছু নয়। সাত দিনের বিশ্রামেই ঠিক হয়ে যাওয়ার কথা।’ তাই ৩ নভেম্বর থেকে দিল্লিতে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা নিয়েও সংশয় নেই।

মন্তব্যসাতদিনের সেরা