kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

টি-টোয়েন্টির প্রস্তুতি সেরে এলেন সাকিব

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটি-টোয়েন্টির প্রস্তুতি সেরে এলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : বহুদিন হয় জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলেন না তিনি। খেলছেন না এবারো। ভারত সফরের টেস্ট প্রস্তুতির জন্য লম্বা দৈর্ঘ্যের ম্যাচ না খেললেও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে বেশ ভালো প্রস্তুতিই হয়েছে বলে দাবি সাকিব আল হাসানের। তাঁর এমন দাবির সঙ্গে দ্বিমত করারও কিছু নেই। কারণ মাত্রই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে ফিরেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে শিরোপার স্বাদ নেওয়া সাকিব গত পরশু গভীর রাতে দেশে ফিরে বলেছেন সে কথাই, ‘(সিপিএলের) ম্যাচ অনুশীলন খুব কাজে লাগবে। কাজে লাগবে এই ম্যাচগুলোও (বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলা)। যেহেতু সামনেই টি-টোয়েন্টি সিরিজ (ভারত সফরে)।’

৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ভারত সফর সামনে রেখে জাতীয় দলের অনুশীলন শিবির শুরু হবে ২৫ অক্টোবর থেকে। এর আগে আজ থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের সময় বিশ্রামেই থাকছেন সাকিব।

মন্তব্যসাতদিনের সেরা