kalerkantho

রবিবার। ২১ অগ্রহায়ণ ১৪২৭। ৬ ডিসেম্বর ২০২০। ২০ রবিউস সানি ১৪৪২

স্মিথকে চান পাইন

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে নিজেকে আরো একবার প্রমাণ করেছেন স্টিভেন স্মিথ। তাঁর ব্যাটে ভর করে ইংল্যান্ডে হওয়া অ্যাশেজ ২-২ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া। স্মিথের ব্যাট হাসলেও নিষ্প্রভ ছিলেন অধিনায়ক টিম পাইন। তাঁর অফফর্ম নিয়ে কম সমালোচনা হয়নি। তা ছাড়া ডিসেম্বরে ৩৫ বছর পূর্ণ হতে চলেছে পাইনের। আগামী মার্চে অধিনায়ক হওয়ার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পাইন কি চান আবারও স্মিথের অধীনে খেলতে? অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক অধীর অপেক্ষাতেই আছেন সেই দিনটির, ‘মার্চে উঠতে চলেছে স্মিথের অধিনায়ক হওয়ার নিষেধাজ্ঞা। আশা করছি আবারও কোনো দিন স্মিথ ফিরবে অস্ট্রেলিয়ার নেতৃত্বে। যদি সেটা হয় তাহলে আমার পুরো সমর্থন পাবে ও।’ টেস্ট অধিনায়ক হলেও এবারের বিগ ব্যাশে খেলছেন না পাইন। টুর্নামেন্টে চ্যানেল নাইনের ধারাভাষ্যে দেখা যাবে তাঁকে। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা