kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

রাসেলের জন্মদিনে কর্মসূচি

১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : আগামী ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন। এ উপলক্ষে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া, বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী কোরআন খতম এবং বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া সোবহানবাগ মসজিতে দিনব্যাপী কোরআন তিলাওয়াত, বাদ মাগরিব মিলাদ ও দোয়া মহাফিল ও বাদ এশা এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা