kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

ভুটানে আরেক ভারত-বাংলাদেশ ফাইনাল

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : কলকাতায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত-বাংলাদেশ মুখোমুখি হওয়ার দিনে, ভুটানেও মুখোমুখি দুই প্রতিবেশী। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে আজ চাংলিমাথাং স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও বাংলাদেশের কিশোরীরা।

ফাইনালের আগে, লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।  ওই ম্যাচে সেরা দল ছাড়াই ভারতের সঙ্গে ১-১ গোলের ড্র আশাবাদী করে তুলেছে কোচ গোলাম রাব্বানী ছোটন, ‘ভারতের সঙ্গে আমাদের বড় একটা পরীক্ষা ছিল।   গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিই। এর পরও আমরা ১-১ গোলে ড্র করি। তাতে আমাদের দলের মনোবলটাও ভালো অবস্থায় আছে।’ এই আসরে গত আয়োজনের ফাইনালে ১-০ গোলে ভারতের কাছেই হেরে যাওয়ার স্মৃতি মাথায় রেখে কোচ জানিয়েছেন, ‘বাংলাদেশের একটা ঐতিহ্য আছে যে এখানে তারা ভালো খেলে। আশা করছি, দেশবাসীকে ভালো একটা কিছু উপহার দিতে পারব। ফাইনাল একটা নতুন ম্যাচ। যারা ভালো খেলবে তারাই জিতবে, আমরা ভালো খেলার পরিকল্পনা নিয়েই নামব।’

মন্তব্যসাতদিনের সেরা