kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

আইস হকিতে চেখ

১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল গোলকিপার তিনি। মর্যাদার এই লিগে সবচেয়ে বেশি ২০২ ম্যাচ গোলপোস্ট অক্ষত দুর্গের মতো আগলে রাখার কীর্তিটা পিওতর চেখেরই। একমাত্র গোলরক্ষক হিসেবে প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লোভ জিতেছেন দুটি ক্লাবের হয়ে। ৩৭ বছর বয়সে আনুষ্ঠানিক অবসরের পর প্রিয় ক্লাব চেলসিতে ফিরেছেন টেকনিক্যাল ও পারফরম্যান্স উপদেষ্টা হিসেবে। কিন্তু মাঠের মানুষের কি আর মাঠের বাইরের কাজে মন বসে! তাই আবারও গোলপোস্টের সামনে দাঁড়াতে চলেছেন পিওতর চেখ। তবে ফুটবলে নয় আইস হকিতে! গোলকিপারদের যেখানে বলা হয় গোলটেন্ডার। নাম লিখিয়েছেন ব্রিটিশ দ্বিতীয় বিভাগের আইস হকি দল গিলফোর্ড ফিনিক্সে। আগামী রবিবার সুইনডন ওয়াইল্ডক্যাটসের বিপক্ষে অভিষেকও হতে পারে তাঁর।

চেলসির হয়ে ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন চেখ। এই ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন চারবার, জিতেছেন চারটি এফএ কাপ, তিনটি লিগ কাপ আর একবার ইউরোপার শিরোপা। আর্সেনালে নাম লিখিয়ে ২০১৬-১৭ মৌসুমে জিতেছিলেন এফএ কাপ। চেক প্রজাতন্ত্রের হয়ে সর্বোচ্চ ১২৪ ম্যাচ খেলার কীর্তি গড়ে অবসর নেন ২০১৬ সালে। আর ক্লাব ক্যারিয়ার আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এ বছরের ইউরোপা লিগ ফাইনালের পর। এরপর চেলসির টেকনিক্যাল ও পারফরম্যান্স উপদেষ্টা হিসেবে কাজ করলেও অনেকটা অপ্রত্যাশিতভাবে নাম লেখালেন আইস হকিতে। বিবিসি

মন্তব্য