kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

সাপোর্ট স্টাফই ৩১ জন!

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ৫৭ জনের বিশাল এক বহর নিয়েই বাংলাদেশে এসেছে কাতার ফুটবল দল। দলে ফুটবলারের সংখ্যা ২৬ জন, বাকিরা আছেন তাঁদের প্রশিক্ষণ ও দেখভালের জন্য। আধুনিক যেকোনো পেশাদার খেলাধুলার দলেই সাপোর্ট স্টাফের তালিকাটা দীর্ঘ হয়। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ও আগামী বিশ্বকাপের আয়োজক কাতার প্রস্তুতিতে তাল মিলিয়ে চলতে চাইছে জার্মানি কিংবা ইংল্যান্ড দলের মতো ফুটবল পরাশক্তিদের সঙ্গে। অর্থের অভাব নেই কাতারের, তাই কোনো দিকেই কমতি  নেই। দলে ফুটবলার ২৬ জন। সঙ্গে কোচ, সহকারী কোচ, ফিটনেস কোচ, গোলরক্ষক কোচ মিলিয়ে কোচিং স্টাফের সদস্য ১১ জন। এসবের বাইরে কিটম্যানই আছেন চারজন, যাঁদের কাজ খেলোয়াড়দের জার্সি, অনুশীলনের জিনিসপত্র, বল এসব মাঠে এনে গুছিয়ে রাখা ও নিয়ে যাওয়া। আরো আছে ভিডিও টিম, যারা ম্যাচ ও অনুশীলনের ভিডিও ধারণ করে। মিডিয়া টিমের সদস্যরা কাতার ফুটবল দলের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটের জন্য ছবি ও কন্টেন্ট তৈরি করেন। আরো আছেন পুষ্টিবিদ, লজিস্টিকস, ম্যাসাজম্যানসহ সাপোর্ট স্টাফরা।

মন্তব্যসাতদিনের সেরা