kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

দ্বিতীয় ম্যাচেই ছন্দঃপতন

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদ্বিতীয় ম্যাচেই ছন্দঃপতন

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ম্যাচে ৫-১ গোলে ওমান অনূর্ধ্ব-২১ দলকে হারিয়ে দারুণ শুরুর পর দ্বিতীয় ম্যাচেই ছন্দঃপতন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওমান অনূর্ধ্ব-২১ দল ২-২ গোলে রুখে দিয়েছে স্বাগতিকদের।

৩১তম মিনিটে মাহাবুব হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তিন মিনিট পর রাশাদ আল ফাজারির লক্ষ্যভেদে সমতায় ফেরে ওমান। ৪১তম মিনিটে ফাজারিই এগিয়ে নেন অতিথিদের। দুই মিনিট পর সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয় হাতছাড়া হওয়ার কারণ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের কোচ মামুনুর রশীদ বলছেন, খেলোয়াড়রা প্রতিপক্ষকে হালকা মেজাজে নেওয়াতেই এই ড্র, ‘প্রথম ম্যাচটি বড় ব্যবধানে জয়ের পর আজ (কাল) ছেলেরা একটু হালকা মেজাজে খেলেছে। তা ছাড়া প্রতিপক্ষও আমাদের কৌশল ধরে ফেলেছে। প্রথম ম্যাচে আমাদের পেনাল্টি কর্নার ভালো হয়েছিল, এই ম্যাচে পেনাল্টি কর্নার ভালো হয়নি।’ আগামী বছরের জুনিয়র এশিয়া কাপ ও জুনিয়র বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে ওমান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। শুক্রবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্যসাতদিনের সেরা