kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ান ওপেনে মারে

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্ট্রেলিয়ান ওপেনে মারে

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ক্যারিয়ারের শেষ দেখেছিলেন অ্যান্ডি মারে। প্রথম রাউন্ড থেকে বিদায় নেন চোটের কারণে। জটিল অস্ত্রোপচারের পর কোর্টে ফেরা অনিশ্চিত ভেবেছিলেন তিনি নিজেও। সেই ধকল কাটিয়ে সাবেক এই নাম্বার ওয়ান কোর্টে ফিরেছেন আবার। গত জুনে ফেলিসিয়ানো লোপেজের সঙ্গে জুটি গড়ে জেতেন কুইন্স ওপেন। গত চার মাসে পুরো ফিটনেস ফিরে পাওয়ায় খেলছেন এটিপির একক টুর্নামেন্টগুলো। নিজের ওপর আস্থা বাড়ায় মারে নিশ্চিত করলেন আগামী বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে নাম লেখানোটা। এই টুর্নামেন্টে পাঁচবার রানার-আপ হওয়া মারেকে পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। গতকাল এক টুইটে মারের ফেরা নিশ্চিত করেছে তারাও, ‘নিশ্চিত! ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন মারে।’ বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা