kalerkantho

রবিবার। ১০ নভেম্বর ২০১৯। ২৫ কার্তিক ১৪২৬। ১২ রবিউল আউয়াল ১৪৪১     

নেইমারে রক্ষা পিএসজির

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনেইমারে রক্ষা পিএসজির

ম্যাচের শেষ সময়ে দল যখন জয়ের খোঁজে মরিয়া, তখন গোল করাটাই যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন নেইমার। দলবদলের পুরোটা সময়জুড়ে নেইমারের প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে বার্সেলোনায় যাওয়া নিয়ে নানা নাটকীয়তার পর এই ব্রাজিলিয়ান থেকেই গেছেন প্যারিসে। সমর্থকদের শত বিদ্রুপের ভেতরও গোল করেছিলেন স্ট্রসবার্গের বিপক্ষে, তাঁর গোলেই জিতেছিল পিএসজি। নিষেধাজ্ঞার কারণে গত সপ্তাহে খেলতে পারেননি চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে, রবিবার রাতে মাঠে ফিরে আবারও শেষ সময়ে ম্যাচ জেতানো গোল। অলিম্পিক লিওঁর বিপক্ষে ৮৭ মিনিটে নেইমারের গোলেই তাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে পিএসজি।

লা লিগায় সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ, গোল করেছেন করিম বেনজেমা। ফরাসি লিগে লিওঁর মাঠে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত গোলশূন্য, ৮৭ মিনিটে আনহেল দি মারিয়ার পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান নেইমার। পর পর দুটি ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলকে জেতানোর পর নেইমারের মনের গতিক নিয়ে কোনো সন্দেহই নেই কোচ টমাস ট্যুখেলের, ‘সে আমাদের সঙ্গে শতভাগ দিয়ে আছে। একেবারে ১০০% খাঁটি পিএসজি!’ স্কাই স্পোর্টস

মন্তব্যসাতদিনের সেরা