kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

টপ অব দ্য ডে

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

মেতজে আবারও শিরোপা উৎসবে মাতলেন জো উইলফ্রাইড সঙ্গা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্লোভেনিয়ার আলজাজ বাডেনিকে ৩-১ সেটে হারিয়ে ফ্রান্সের এ আসরে চতুর্থবারের মতো ট্রফি জিতলেন তিনি। ফরাসি তারকার দুর্দান্ত সার্ভই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। সঙ্গা এইসই করেছেন মোট ১৯টি। ২০১৯ সালে এটা দ্বিতীয় শিরোপা ফ্রান্সের এ খেলোয়াড়ের।

মন্তব্যসাতদিনের সেরা