kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

টটেনহামের হার

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটটেনহামের হার

হ্যারি কেইনের অমন এক গোলের পরও কিনা হার নিয়ে মাঠ ছাড়তে হলো টটেনহামকে! দৌড়ে বক্সে ঢোকার মুখে প্রতিপক্ষের বাধায় পড়ে গিয়েছিলেন স্পারস স্ট্রাইকার। সেই পড়া অবস্থাতেই বল জালে ঠেলতে ভুল হয়নি তাঁর। লিস্টার সিটির মাঠে তখন ম্যাচের ২৯ মিনিট। এই ব্যবধানটা ধরে রেখেই মাঠ ছেড়েছিল মরিসিও পচেত্তিনোর দল। ফিরে আর যা পারেনি তারা।

৬৯ মিনিটে জেমি ভার্ডির ক্রসে রিকার্ডো পেরেইরার লক্ষ্যভেদ সমতায় ফেরায় স্বাগতিকদের। এরপর খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে জেমস মেডিসনের এক দূরপাল্লার শটে ২-১ গোলে জয় নিশ্চিত হয় লিস্টারের। দুই দল মাঠে নেমেছিল সমান ৮ পয়েন্ট নিয়ে। এই জয়ে টটেনহামকে পেছনে ফেলে শীর্ষ চারে ঢুকে গেল ফক্সরা। লিগের ৬ ম্যাচে এটি দ্বিতীয় হার পচেত্তিনোর দলের। শুধু এই মৌসুমেই নয়, গত জানুয়ারি থেকেই যে দলটি প্রতিপক্ষের মাঠে জিততে পারছে না লিগে। লিস্টারের মাঠেও সেই ধারা বজায় থাকল। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে তারা।

ওয়াটফোর্ডের বিপক্ষে প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে আছে ম্যানচেস্টারসিটি। গোলডটকম

মন্তব্যসাতদিনের সেরা