kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

নীলফামারী ফুটবল লিগ

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারী প্রতিনিধি : নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে ‘সাইফ পাওয়ার ব্যাটারি ফুটবল লিগ’। শনিবার বিকেলে খেলার উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এ সময় তিনি শেখ কামাল স্টেডিয়ামে নবনির্মিত শহীদ শেখ কামাল ম্যুরালের উদ্বোধন করেন। শনিবার উদ্বোধনী খেলায় নীলফামারী টাউন ক্লাব ২-০ গোলে কিশোরগঞ্জ ফুটবল একাডেমিকে হারিয়েছে। লিগে অংশগ্রহণকারী বাকি দলগুলো হলো বাজার ক্লাব গোরগ্রাম, কাজীর হাট স্পোর্টিং ক্লাব, সৈয়দপুর ফুটবল একাডেমি, জলঢাকা উপজেলা পরিষদ, সোনারায় স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র নীলফামারী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা