kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

সিঙ্গাপুরে মেয়েদের প্রথম ম্যাচ

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের প্রথম নারী হকি দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম ম্যাচ খেলতে নামছে আজ। জুনিয়র এএইচএফ কাপে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটির গুরুত্বই তাই আলাদা। সিঙ্গাপুরের সেংক্যাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পৌঁছেছে নারী হকি দল। গত দুই দিন তারা অনুশীলন করেছে ম্যাচ ভেন্যুতে। বাংলাদেশ দলের অধিনায়ক রিতু খানম জয়ের কথা না বললেও অচেনা এই প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে নতুন বলে সব প্রতিপক্ষই অবশ্য বাংলাদেশের জন্য নতুন। এই টুর্নামেন্টে সিঙ্গাপুর ছাড়াও মেয়েরা খেলবে হংকং, শ্রীলঙ্কা, চায়নিজ তাইপে ও উজবেকিস্তানের বিপক্ষে। আগামীকালই বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

মন্তব্যসাতদিনের সেরা