kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

এগিয়ে মেসি

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো, দুজনই জিতেছেন পাঁচটা করে ব্যালন ডি’অর। দুজনের কে সেরা, এই প্রশ্নে দ্বিধাবিভক্ত ফুটবলপ্রেমীরা। ফুটবলের ভিডিও গেম ইএ স্পোর্টস ফিফার ২০২০ সালের সংস্করণ ‘ফিফা ২০’ গেমে নাকি মেসিকে এগিয়ে রাখা হয়েছে রোনালদোর চেয়ে। এখনো বাজারে আসেনি গেমটি, তবে ফাঁস হয়ে গেছে গেমটির ফুটবলার রেটিং। গেমে সবচেয়ে বেশি, ১০০-তে ৯৪ রেটিং পয়েন্ট দেওয়া হয়েছে মেসিকে। রোনালদো ১ পয়েন্ট পেছনে, ৯৩। গত বছর দুজনকেই ৯৪ পয়েন্ট দেওয়া হয়েছিল। নেইমারের রেটিং ৯২, কেভিন দে ব্রুইনার ৯১ আর লিভারপুলের মো সালাহ, অ্যালিসন বেকার ও ভার্জিল ফন ডাইকের রেটিং ৯০ পয়েন্ট করে। দ্য সান

মন্তব্যসাতদিনের সেরা