kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

ক্যাম্পে ৯ নতুন

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এসএ গেমসের ক্যাম্প ২৪ জন অ্যাথলেটে নেমে এসেছে। সদ্য সমাপ্ত সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ থেকে গতকাল যুক্ত করা হয়েছে ৯ নতুন মুখ। কোরবানি ঈদের ছুটির পর আজ থেকে বিকেএসপিতে শুরু হয়ে যাবে ক্যাম্প। ডিসেম্বরে নেপালে হতে যাওয়া এসএ গেমসের যেসব ইভেন্টে পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব ইভেন্টে নতুন কিছু অ্যাথলেট নেওয়ার কথা জানিয়েছেন ফেডারেশন কর্তারা। এদিকে গতকালই জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার কোচ গডউইন ওদিনকায়েজকে। অ্যাথলেটদের দায়িত্ব নিতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকার আসার কথা রয়েছে এই স্প্রিন্ট অ্যান্ড হার্ডল কোচের। এর আগে ২৬ জন নিয়ে এই ক্যাম্প শুরু হয়েছিল ১৫ জুলাই। এর মধ্য থেকে সামার চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হওয়া ১১ জনকে বাদ দিয়ে নতুন ৯ জনকে নেওয়া হয়েছে ক্যাম্পে। স্থানীয় পাঁচজন কোচের অধীনে চলছে এই ক্যাম্প। জাম্প ইভেন্টগুলোতে ভালো করার লক্ষ্য থেকেই এই ক্যাম্পে উপদেষ্টা কোচ হিসেবে যুক্ত করা হয়েছে বর্ষীয়ান কোচ নজরুল ইসলাম রুমিকে। ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেন, ‘সামার চ্যাম্পিয়নশিপ ছিল এসএ গেমসের ক্যাম্পের চূড়ান্ত ট্রায়াল। এখানে আমরা সম্ভাবনাময় ৯ জনকে খুঁজে পেয়েছি। ২০০ মিটারে সাইফুল ইসলাম খান, ১০০ মিটারে রকিবুল হাসান, ৪০০ এবং ১০০ মিটার রিলেতে শরীফুল ইসলাম, মাসুদ রানা ও আব্দুর রউফ, ট্রিপল জাম্পে সোহেল রানা, ১১০ মিটার হার্ডলসে মাসুদ খান, হাই জাম্পে প্লাবনী হক এবং লং জাম্পে শারমিন আক্তার লতাকে নেওয়া হয়েছে।’

 

মন্তব্যসাতদিনের সেরা