kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

বিদায় গফের

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদায় গফের

কখনো গ্র্যান্ড স্লাম জেতেননি। নেই ডাব্লিউটিএ একক শিরোপাও। এর পরও জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেছিলেন আনা কুর্নিকোভা। গ্ল্যামার দিয়ে মাত করেন রাশান এই টেনিস সুন্দরী। ২৩ বছর ধরে একটি রেকর্ডও ছিল নিজের। ১৯৯৬ সালে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছিলেন মাত্র ১৫ বছর বয়সে। ১৫ বছরের আরেক বিস্ময় বালিকা কোকো গফ এবার ছুঁয়ে ফেলেন তাঁকে। গত পরশু টেনিসের ভবিষ্যৎ খ্যাত সেই গফকে থামিয়েছেন নাওমি ওসাকা। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ওসাকা ৬-৩, ৬-০ গেমে জেতার পর নিজেকে ধরে রাখতে পারেননি গফ। ভেঙে পড়েন কান্নায়। তাঁকে থামাতে এগিয়ে আসেন ওসাকাই। এ ছাড়া গত পরশু চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছেন রাফায়েল নাদাল, আলেকজান্দার জারেভ, মারিন সিলিচ, বিলিন্দা বেনচিচরা। তারকাদের মধ্যে ঝরে পড়েছেন সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি। ১৫ বছরের গফ প্রতিভার ঝলক দেখান গত উইম্বলডনে। টেনিসের মর্যাদার টুর্নামেন্টটিতে প্রথমবার খেলতে নেমেই ওঠেন চতুর্থ রাউন্ডে। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা