kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

লর্ডস টেস্টে বৃষ্টির বাধা

১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৃষ্টির কবলে পড়েছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। টানা বর্ষণের কারণে লর্ডসে কাল খেলাই শুরু করা যায়নি। টসও হয়নি। যে কারণে একাদশ ঘোষণা করেনি দুই দল। জেমস অ্যান্ডারসনের চোটে ইংল্যান্ডের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন জোফ্রা আর্চার। টস না হওয়ায় এটা এখন চার দিনের টেস্ট। আর ফলোঅন হবে ১৫০ রানে। এজবাস্টনে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ১৯ অ্যাশেজের ১৭টিই জিতেছে ১-০তে এগিয়ে যাওয়া দুই দল। ২০০৫-এ লর্ডসেই প্রথম টেস্ট হেরে অবশ্য ইংল্যান্ড সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। এই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন মঈন আলী। এটা মানতে না পেরে আপাতত ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা