kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

ফ্লপ অব দ্য ডে

১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

পাঁচ নম্বর বাছাই হয়ে সিনসিনাটি মাস্টার্সে খেলছিলেন কিকি বার্টেনস। ডাচ এই টেনিস তারকা মর্যাদার ইভেন্টটিতে ছিটকে গেছেন দ্বিতীয় রাউন্ড থেকে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকা ভেনাস উইলিয়ামস তাঁকে হারান ৬-৩, ৩-৬, ৭-৬ গেমে। ভেনাস জিতলেও চোটের জন্য তাঁর ছোট বোন সেরেনা উইলিয়ামস সরে দাঁড়িয়েছিলেন ম্যাচের মাঝপথে।

মন্তব্যসাতদিনের সেরা