kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

প্রথম ওয়ানডে পরিত্যক্ত

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবৃষ্টিতে ভেসে গেছে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের প্রথম ওয়ানডে। ভেজা মাঠের কারণে ম্যাচ শুরুই হয়েছিল দুই ঘণ্টা দেরিতে। কিন্তু ৫.৫ ওভার খেলা হওয়ার পর আবার বৃষ্টির হানা। এরপর বল মাঠে গড়ালেও ক্রিস গেইলকে হারিয়ে ১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫৪ রান করার সময় খেলা বন্ধ হয়ে গেলে তা আর শুরুই করা যায়নি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এটাই ছিল প্রথম ওয়ানডে ভারতের। ম্যাচটি ভেসে যাওয়ায় স্বভাবত হতাশ বিরাট কোহলি, ‘সম্ভবত ক্রিকেটের এটা সবচেয়ে বাজে দিক। খেলা একবার শুরু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এটা মোটেও ভালোলাগার বিষয় নয়। হয় সারাক্ষণ বৃষ্টি হোক, নয় পুরো ওভারের খেলা হোক। বেশিবার খেলা বন্ধ হলে খেলোয়াড়রা যাতে ইনজুরিতে না পড়ে সেটা নিয়ে তখন বেশি সতর্ক থাকতে হয়।’

গায়ানায় খেলতে নেমে ক্যারিবিয়ান ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ২৯৯ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডে ব্রায়ান লারার পাশে বসেছেন গেইল। তবে শুধু ওয়েস্ট ইন্ডিজের হয়ে লারার ২৯৫ ওয়ানডে খেলার রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। মাইলফলক ছোঁয়া ম্যাচটি চরম হতাশাতেই কেটেছে গেইলের। বৃষ্টিতে ম্যাচটি ভেসে যাওয়ার আগে যতটুক খেলা হয়েছে সেখানেও নামের প্রতি একদম সুবিচার করতে পারেননি তিনি। মোটে ৪ রান করেছেন, তাও আবার ৩১ বল খেলে, গেইলের নামের সঙ্গে যা বেমানানই। পোর্ট অব স্পেনে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে।  ক্রিকইনফো

 

মন্তব্যসাতদিনের সেরা